বরগুনা প্রতিনিধি
বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে দায়ের করা স্ত্রীকে অপহরনের অভিযোগের মামলার অপহৃত (ভিকটিম) গৃহবধুকে রাজধানী থেকে বিদেশে যাবার প্রস্তুতির সময় উদ্বার করেছে বরগুনা থানা পুলিশ। ১২ জুন সন্ধায় বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)শহিদুল ইসলাম মিলনের তত্তাবধনে এস,আই, দেবাশিসের নেতৃত্বে রাজধানীর মীরপুরের গুদাবাড়ি,বটতলা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম আলম তাজ বেগম (২৮)কে উদ্বার করা হয়েছে। ২০১৯ সালের ৫ আগষ্ঠ আলমতাজ বেগমের প্রথম স্বামী মোঃ সুমন স্বীকে অপহরনের অভিযোগে নাসির গাজীকে আসামী করে অপহরন মামলা দায়ের করে। পুলিশ নাসির গাজীকে গ্রেফতার করে নিশ্চিত হয়, আলমতাজ অপহৃত হয়নি বিদেশে যাবার চেষ্টা করছে। একই সাথে সুমনকে ডিভোর্স দিয়ে নাসির গাজীকে বিবাহ করে। ভিকটিম আলম তাজকে উদ্বারের পর আদালতে ২২ধারায় দেয়া জবানবন্দীতে স্বীকারকরে, তাকে অপহরন করা হয়নি, আত্মনির্ভরশীল হওয়ার জন্য নাসির গাজীর সাথে পালিয়ে এসেছে। এ সপ্তাহেই জর্ডান যাবার কথা ছিলো। তদন্তকারী কর্মকর্তা এস,আই, দেবাশিস হাওলাদার জানান, আদালতের নির্দেশে আলমতাজ বেগমকে চাঁদপুর তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।