মানিকগঞ্জ প্রতিনিধি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাটুরিয়া উপজেলা বিএনপির আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম ও দিঘুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. শফিউল আলম জুয়েলের নেতৃত্বে হামলায় অনুষ্ঠান পন্ড হয়ে ১০ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে । বুধবার বিকেলে উপজেলার দিঘুলিয়ার বটতলায় নামক স্থানে এই ঘটনা ঘটে।
সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার অভিযোগ করে বলেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে সভা প্রায় শেষ প্রর্যায়ে আমি বক্তব্য রাখার সময় যুবলীগের সভাপতি রেজাউল করিম ও দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম জুয়েলের নেতৃত্বে সভাস্থলের শতাধিক চেয়ার ভাঙচুর করে বিএনপির নেকাকর্মীদের মারপিট করে। হামলায় সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিনুজ্জামান, ছাত্রদলের আহবায়ক সাদ্দাম হোসেন, যুবদল নেতা ছিদ্দিক, ছামাদ, নাহিদ আহত হন। এদের মধ্যে ছিদ্দিক ও নাহিদকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে চালাচ্ছিলাম, কোন বিক্ষোভ মিছিলও করিনি। প্রধানমন্ত্রী যেখানে বিএনপিকে সভা করতে পুলিশকে সহায়তা করতে বলছে সেখানে যুবলীগ হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড করল। আগামী রবিবার উপজেলায় বিক্ষোভ সমাবেশ ঠেকাতেই পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। তিনি হামলায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম বলেন, আমরা একটি সালিশ শেষে দিঘুলিয়া বটতলা দিয়ে যাচ্ছিলাম। এমন সময় বিএনপির সভা থেকে শ্লোগান দেয়, হামলা হলে একতরফা হয় না। বিএনপির নেতা কর্মীরাও আমাদের উপর হামলা চালিয়ে আহত করেছে।
দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম জুয়েল বলেন, ছাত্রলীগের একটি অনুষ্ঠান শেষে দিঘুলিয়া বটতলা আসার সময় বিএনপির সভা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিয়ে কটুক্তি করছিল। এতে ছাত্রলীগের কর্মীরা প্রতিবাদ করে স্লোগান দিলে সংঘর্ষ বেধে যায়।