সাতক্ষীরায় অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের ৪ জন হাসপাতালে

 

 

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা:

 

 

দুষ্কৃতিকারী অজ্ঞান পার্টির ছোড়া স্প্রেরের  বিষাক্ত চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে একটি পরিবারের নারী-পুরুষ শিশুসহ ৪ জন সদস্য হাসপাতালে ভর্তি। ঘটনাটি  ঘটেছে গত রবিবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে। বিষাক্ত চেতনা নাশক খাবার খেয়ে মেডিকেল কলেজে ভর্তিকৃতরা গোয়ালপোতা গ্রামের মৃত হেমনাথ ঘোষের পুত্র গৃহকর্তা হিমাংশু কুমার ঘোষ (৭২) তার স্ত্রী দুর্গা রানী ঘোষ(৫৭) ভাই সুমন ঘোষ (৪২)এবং অষ্টম শ্রেণীর ছাত্রী নাতনি স্নিগ্ধারানী ওরফে স্নেহা ঘোষ।

 

গৃহকর্তার পুত্র কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মী সুদীপ্ত ঘোষ সাংবাদিকদের জানায়, চাকুরীর সুবাদে সেই কালিগঞ্জে ভাড়া বাসায় থাকে। রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গ্রামের বাড়ি গোয়ালপোতায় দুষ্কৃতিকারীরা রান্নাঘরের জানালা দিয়ে বিষ মিশ্রিত স্প্রে ছিটিয়ে দেয়। এতে খাদ্যে মিশ্রিত চেতনা নাশক খাবার খেয়ে সবাই রাতে ঘুমিয়ে যায়। পার্শ্ববর্তী লোকজন ডাকা ডাকিতে না উঠায় আমাকে খবর দেয়। আমি বাড়িতে যেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্স যোগে পরিবারের বাবা, মা, কাকা, ভাগ্নিকে উদ্ধার করে ওই রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। এখন তারা আশঙ্কা মুক্ত। এ ঘটনায় থানা পুলিশকে জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *