আক্তারুল ইসলাম, সাতক্ষীরাঃ
সাতক্ষীরার গোপিনাথপুর এলাকার একটি মৎস্য ঘের থেকে আব্দুর রহমান গাজী(৪৮) নামে এক ঘের(কর্মচারী) পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) সকালে সাতক্ষীরা সদরের গোপিনাথপুরের জনৈক আয়ুব আলী নামের এক ঘের মালিকের মাছের ঘেরের ধানক্ষেত সংলগ্ন এলাকায় মৃত দেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় ।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহত আব্দুর রহমান সদর উপজেলার তালতলা এলাকার মৃত বাবর আলীর ছেলে। তিনি স্থানীয় অহিদের মাছের ঘেরে পাহারাদার হিসাবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, প্রতিদিনের মত শুক্রবার রাতে আব্দুর রহমান অহিদের মাছের ঘেরে পাহারা দিতে যায়। তার পাশেই আয়ুব আলীর ঘেরে বৈদ্যুতিক সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময়ে অসাবধানতার কারণে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। শনিবার সকালে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।
তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।