আক্তারুল ইসলাম সাতক্ষীরা
সাতক্ষীরার সদরের বেতনা নদী সংলগ্ন হাজীপুর ১ ও হাজীপুর ২ খাল খনন কাজ দ্রæতগতিতে এগিয়ে নিতে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোং নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি স্বার্থন্বেষীমহল খনন কাজে বাঁধা দিচ্ছে বলে অভিযোগ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি। উক্ত প্রকল্পের কাজ পাওয়া খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোং এর কর্মকর্তা রাসেল বলেন, সাতক্ষীরা সদরের ঝাওডাঙ্গা হাজীপুর ১ ও হাজীপুর ২এবং তালা উপজেলার জালালপুর খাল মিলে একটি প্যাকেজে মোট ৯৭৬০ মিটার খাল পূন:খনন করা হচ্ছে। কিন্তু এলাকার একজন ইউপি সদস্য ও তার কিছু সংঙ্গ-পঙ্গ খাল খননে বাঁধা দিয়ে স্কেভেটর মেশিন বন্ধ করে দিয়েছে। খাল দুইটির যে পর্যন্ত খনন করার কথা তার সীমানার বাইরে থেকে ভিডিও করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াই অপপ্রচার চালাচ্ছে এই চক্রটি। যার ফলে আমরা সময় মত খনন কাজ শেষ করতে পারবো না। ফলে এলাকার মানুষ এবারও জলাবদ্ধতার কবলে পড়বে।
জানাযায়, পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জালালপুরের ৬ কিলোমিটার ও সাতক্ষীরা সদরের ঝাওডাঙ্গা ইউনিয়নের হাজিপুর ১ ও হাজীপুর ২ খাল মিলে একটি প্যাকেজে মোট ৯৭৬০ মিটার খাল পূন:খনন করা হচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে ফসলি জমি রক্ষা পাবে।
স্থানীয় কৃষকরা বলছেন, এ অঞ্চলের খালগুলো পুন:খনন করা হলে জমিগুলো জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। কৃষক তৃপ্তি মন্ডল(৫০),জয়নাল সরদার(৬০),নজরুল ইসলাম(৫০) বলেন, খালগুলোতে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকার কারনে জলাবদ্ধতার কবলে পড়েন তারা। বাংলাদেশ পানি উন্নয়ন র্বোড সাতক্ষীরা পওর বিভাগ-২ খালটি পুন:খনন করার কারনে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পাবো আমরা। তাছাড়া শুকনো মৌসুমে হাজীপুর ১ ও হাজীপুর ২ খালের পানি ব্যবহার করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে ও মাছ চাষ করতে পারবো আমরা।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলনে, খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোং এর সাথে চুক্তি অনুযায়ী খনন কাজ শুরু ১৭-১১-২০২১ তারিখ আর কাজ শেষ করার কথা ৩০-০৬-২০২২ তারিখে। আমি শুনেছি স্থানীয় কিছু মানুষ তাদের সীমানার মধ্যে খনন কাজ হচ্ছে বলে অভিযোগ এনে কাজ বন্ধ করে দিয়েছে। আমি ভালো করে খোজ খবর নিয়ে ব্যবস্থা নিব।