আক্তারুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরা সিমান্ত থেকে ৩ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার মধ্য রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
রোববার সকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।
আটককৃত চোরাকারবারি মো জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) সে ঢাকার কদমতলী, রায়েরবাগ এলাকার মৃত নুরুল হকের ছেলে। এ সময় তার কাছ থেকে ০৩ পিচ স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৩টি স্বর্ণের বারের ওজন ৪ শত ৭৩ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য ৫৭ লক্ষ ৫৭ হাজার টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সাতক্ষীরা সদরের ঝউডাঙ্গা বাজার সংলগ্ন তুজুলপুর আবস্হিত বিশেষ বিজিবি ক্যাম্পে ঢাকা হতে সাতক্ষীরাগামী এমআর পরিবহনের স্লিপার কোচ ( ঢাকা মেট্টো-ব-১৩-১৮৭৯) থামিয়ে তল্লাশী করে বাসে থাকা মো জাহাঙ্গীর হোসেন স্বপন সন্দেহজনক ভাবে আটক করে। তার শরীর তল্লাশী করে ডান পায়ের জুতার ভিতরে কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ০৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।