সাদুল্লাপুরে ট্রান্সফরমার চুরি করতে বিদু্যৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার সাদুল্লাপুর ‍উপজেলার একটি রাইচ মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত (৪০) এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (উত্তরপাড়া) এলাকা থেকে একটি ট্রান্সফরমারসহ ঐ চোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায় যে সাদিল্লাপুরের  গয়েশপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত ফেলান ব্যাপারীর ছেলে ইব্রাহীম ব্যাপারী প্রায় একযুগ আগে বৈদ্যুতিক সংযোগ নিয়ে রাইচ মিল পরিচালনা করে আসছেন। এরই মধ্যে বুধবার ১ জানুয়ারি রাত সাড়ে ৩ টার দিকে একটি সংঘবদ্ধ চোরের দল একটি বৈদ্যুতিক খুটি থেকে দুইটি ট্রান্সফরমার খুলে নেয়। এসময় বিদ্যৎস্পৃষ্টে এক চোর ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকালে ঘটনা স্থল থেকে চোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে রাইচ মিল মালিক ইব্রাহীম ব্যাপারী বলেন, আমার মিলের বৈদ্যুতিক খুটিতে ৩ টি ট্রান্সফরমার ছিলো। এর মধ্য দুইটি খুলেছে চোরের দল। এর একটি নিয়ে গেছে আরেকটি মাটিতে ফেলে রেখে গেছে। এই চোরের দলের একজন বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা স্থলে নিহত হয়েছেন আর চোরদল পালিয়ে যায়। এব্যাপারে

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, আমরা খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনা স্থলে যাওয়া হয়। সেখান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারসহ একটি ট্রান্সফরমার জব্দ করা হয়েছে। মৃত্যু ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি তবে আমরা এর সঠিক তথ্য উদঘাটনে অব্যাহত থাকবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement