নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ জেলার সীমান্তবর্তি নিয়ামতপুর উপজেলার ডাহুকা গ্রামে সাবেক খাদ্যমন্ত্রীর এপিএস মামুন সরদারের ক্ষমতার দাপটে প্রশাসনের সহযোগিতায় ৮০ বছর যাবত বসবাসরত ওয়াক্ফ সম্পত্তির বৈধ ওয়ারিশদের ৪টি পরিবারের বাড়িঘর গুড়িয়ে ফেলার প্রতিবাদে ভুক্তভুগি পরিবারের সদস্যগণ মানববন্ধ করেছেন।
ভুক্তভুগি পরিবার ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে মৃত হাজী মফিজ উদ্দীন সরদারের কন্যা কুলছুম বিবির নাতি সেলিম রেজা তার বক্তব্যে জানান, হাজী মফিজ উদ্দীন সরদারের কোন পুত্র সন্তান না থাকায় ডাহুকী মৌজার সিএস ২৯ খতিয়ানের মোট ১৭.৫৩ (একর) সম্পত্তি ৬ কন্যা ও এক কাঠ সন্তান(পালকপুত্র)র নামে ওয়াক্ফ করে যান। ওই ওয়ক্ফ সম্পত্তির বৈধ ওয়ারিশগণ দীর্ঘ ৮০ বছর যাবত ডাহুকী মৌজার হাল ২৬ খতিয়ানের সম্পত্তির মধ্যে ১৯২১ সালে ২৯৪০ নং ওয়াক্ফ দলিলমূলে কিছু সম্পত্তি জয়নব বিবি, কুলছুম বিবি, হকিমন বিবি, গুলজান বিবি, এবরোন বিবি, মনজান বিবি বরাবর হস্তান্তর করেন। কন্যা কুলছুম বিবি পিতার দানকৃত সম্পত্তিতে বাড়িঘর নির্মান করে বসবাস করতে থাকেন। কিন্তু ওযাক্ফ সম্পত্তির মোতয়াল্লী দাবিদার সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কথিত এপিএস মামুন হোসেন সরদার প্রশাসনে প্রভাব খাটিয়ে নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আদালতে ০৫/ঢ১১১/২০২৫ নং (নিয়াঃ) মোকদ্দমার গত ফেব্রুয়ারী/২০২৫তারিখের আদেশে অন্যন্য ৩টি দাগ উল্লেখপূর্বক গোপনে গত ০৭/০৫/২০২৫ তারিখ উচ্ছেদ আদেশ আনায়ন করেন।
মানববন্ধনে ওয়ারিশ কুলছুমের নাতি আব্দুর রহিম অভিযোগে জানান, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নামে হত্যা মামলা হয়েছে। অথচ তার এপিএস কথিত মোতয়াল্লী মামুন হোসেন সরদার দিব্বি ঘুরে বেড়াচ্ছে এবং সৈরাচারী কায়দায় প্রশাসনকে ম্যানেজ করে মিথ্যা ঘোষনায় ৮০ বছরের বসবাসরত ঘরবাড়ি ভেঙে ফেলেছে।
বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও সহকারী কমিশনার(ভূমি) নিয়াতমপুর এর রহস্যজনক ভূমিকা পালনের তীব্র নিন্দা ও ফ্যাসিষ্ট সরকারের দোষর হত্যা মামলায় আটক খাদ্যমন্ত্রীর এপিএস এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।