নিজস্ব প্রতিবেদকঃ
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় এই আদেশ দেন আদালত।
এর আগে, কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলে পুলিশ। এ সময় মামলার তদন্তে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতকে হাবিবুল আউয়াল বলেন, ডামি নির্বাচন শুধু আমার জন্য হয়নি। তবে কমিশন প্রধান হিসেবে সামগ্রিকভাবে কিছুটা ব্যত্যয় ছিল। বিনয়ের সাথে বলতে চাই, দলীয় সরকারের অধীনে প্রতিটা নির্বাচন বিতর্কিত।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, হাবিবুল আউয়াল স্বীকার করেছে চব্বিশের নির্বাচন প্রহসনের নির্বাচন ছিল। তিনি সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করেছেন। তবে সাংবিধানিক পদে থেকে তিনি প্রহসনের নির্বাচনের দায় এড়াতে পারেন না।
প্রসঙ্গত, গতকাল বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বিএনপির করা মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি।
উল্লেখ্য, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে কমিশনার ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।