নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীর। সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ। উক্ত বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীর বলেন,সাভার উপজেলা পরিষদে ২০২১-২২ অর্থ বছরে খরিপ/১ ২০২২/২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে সাভার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার দেয়া হয়েছে। এময় তিনি আরোও বলেন, কৃষি খাতে সরকারের বিশেষ নজরদারীরর জন্য দেশে খাদ্য সঙ্কট দুর হয়েছে। বিদেশ থেকে ভোজ্য তেল আমদানি কমাতে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় সাভার কৃষকরা এ ধরনের ফসল উৎপাদনে আরো উদ্বুদ্ধ হবেন।