স্টাফ রিপোর্টার, সাভার
সাভারে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (২৯) সৌদি প্রবাসীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (২০ জুন) সকালে আমিনবাজারের পাঁচগাচি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সৌদি প্রবাসী আমিনবাজারের পাঁচগাচি এলাকার মৃত বরকত মিয়ার ছেলে। পুলিশ জানায়, সাভারের আমিনবাজারে মনির নামের এক ব্যক্তির বাসায় ওই নারী (২৮) দীর্ঘদিন ভাড়া বাসায় থেকে বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রি করত। শনিবার বিকেলে সৌদি প্রবাসী পূর্ব পরিচিত থাকায় তার ঘরে প্রবেশ করে। এসময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয় ওই প্রবাসী। পরে ভুক্তভোগী নারী থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম আমাদের কন্ঠের প্রতিবেদক-কে জানান, ধর্ষনের অভিযোগ দায়ের হয়েছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে। আটককৃত ব্যক্তিকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে।