স্টাফ রিপোর্টার, সাভার
সাভারে নারীর পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিসে পাঠানো হয়েছে। গত বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি থানার দেলুয়া মধ্যপাড়ার শামীম হোসেনের ছেলে তারেক রহমান (২১), নড়াইলের কালিয়া থানার ফিরোজ কাজীর ছেলে রাব্বি (২০) ও অমিত হাসান (২২)। এরা সবাই সাভারে ভাড়া বাসায় থাকত। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুন রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে পূর্ব পরিচিত তারেক ও রাব্বি অপর আসামি অমিতের বাসায় নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখায় তারা। পরে বাসায় গিয়ে ঘটনা পরিবার জানতে পেরে থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। উক্ত বিষায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলামের কাছে জানতে চাইলে আমাদের কণ্ঠের প্রতিবেদক-কে তিনি জানান, গনধর্ষনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আসামিদের আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে।