স্টাফ রিপোর্টার, সাভার
সাভারে মাদক বিক্রিকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ২২৫ পুরিয়া হেরোইনসহ করা হয়। গত বুধবার বিকালে সাভারের রেডিও কলোনির নয়াবাড়ি বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সাভারের রেডিওকলোনীর বাসিন্দা হামিদ আলীর ছেলে আবুল কামাল (৩৫) ও সাভার ভাটপাড়া এলাকার মৃত মঞ্জু আলীর ছেলে মমিন মিয়া (৩৮)। পুলিশ জানায় বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার রেডিও কলোনি থেকে দুই মাদক কারবারি কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ২২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উক্ত বিষায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলামের কাছে জানতে চাইলে আমাদের কন্ঠের প্রতিবেদক-কে তিনি জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হচ্ছে।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত