সাভারে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম মাদককে উৎখাত করতে হবে-বিএনপি নেতা খোরশেদ আলম

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

তৌকির আহাম্মেদ,সাভার

সাভারে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম মাদককে উৎখাত করতে হবে। শিক্ষার পরিবেশ তৈরি করতে আমরা রাজনীতিবিদরা সবসময় পাশে রয়েছি বলে জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

সোমবার বিকেলে সাভার পৌর এলাকার মামুন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন সাভার শাখার আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় লায়ন মোঃ খোরশেদ আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি চাই এখনকার শিক্ষার্থীরা জ্ঞান- বিজ্ঞানে, শুধু সাভারের মুখকে বাংলাদেশে নয়, সারা বিশ্বে সাভারকে উজ্জ্বল করবে। সাভারে শিক্ষার পরিবেশ আরো সুন্দর করতে হবে। সেকারণে মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। মাদকের কারণে শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে। তাই মাদকমুক্ত সাভার গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুন্দর একটি সাভার উপহার দিতে হবে। যেই সাভারে শিক্ষার্থীদের সুন্দর বিকাশ ঘটবে বলে জানান তিনি।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভারের সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্ডন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড.এল.এম কামরুজ্জামান।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন সাভার শাখার সভাপতি মোঃ আঃ মান্নান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন এর মহাসচিব জয়নুল আবেদীন জয়,শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী,পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।পরে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement