বিরল, দিনাজপুর প্রতিনিধি :
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার মধ্য দিয়ে এই বাংলাদেশকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের অসম্প্রদায়িকতাকে কেড়ে নেওয়া হয়েছে। ধর্ম দিয়ে বাংলাদেশকে বিভক্ত করার চেস্টা করা হয়েছে। এখানে হিন্দু মোসলমান সাম্প্রাদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে জিয়া এরশাদ খালেদা জিয়ারা বাংলাদেশকে ছিন্নভিন্ন করে দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাস্ট্র পরিনত করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনার যে রাজনীতি সে ধারা সেই ধারাকে ধরে রেখেছিল বলেই আজকে বাংলাদেশ পৃথীবিতে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে অসাম্প্রাদায়িক চেতনা মুক্তিযুদ্ধ থেকে পাওয়া ।
এই অসাম্প্রদায়িক চেতনা আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে পাওয়া, এই অসাম্প্রদায়িক চেতনা আমাদের ত্রিশ লক্ষ শহীদের রক্ত থেকে পাওয়া। এই চেতনাকে আমরা কখনো ধ্বংস হতে দিতে পারি না। বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যতদিন আছে এই অসাম্প্রদায়িককে কেউ ক্ষত-বিক্ষত করতে পারবে না। আমরা সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধারন করেই বাংলাদেশকে সোনার বাংলায় পরিনত করব। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। আমাদের আওয়ামী লীগের উপরে মানুষের বেশি ভরসা। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখনেই মানুষ কিছু না কিছু পায়।
তখনি মানুষ শান্তিতে থাকে, মানুষের মধ্যে যে ভয়ভীতি সেগুলো কাজ করেনা। মানুষ সাহস নিয়ে মসজিদ, মন্দির প্যাগোডায় যেতে পারে, মানুষ সাহস নিয়ে চলাফেরা করতে পারে। যে শিক্ষা জীবন আমাদের নিরাপদ থাকে, আমাদের ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে। আমাদের শিক্ষকরা নিরাপদে ক্লাসরুমে শিক্ষা প্রদান করতে পারে। আমাদের সরকারী প্রশাসনের কর্মকর্তারা নিরাপদ থাকে। আমাদের সকল শ্রেনী পেশার মানুষ নিরাপদ থাকে। কাজেই আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা বেশি। কাজেই যারা আমরা আওয়ামী লীগ করি, আমরা যারা আছি আমাদের সেইভাবে পথ চলতে হবে। এবং আপনাদের সমর্থন যদি আমাদের উপর থাকে তাহলে আমাদের এই ধারা অক্ষুন্নভাবে থাকবে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে।
মঙ্গলবার সকালে বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের উত্তর বিষ্ণপুর শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের (গৌরাঙ্গ আশ্রম) ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের উত্তর বিষ্ণপুর শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সভাপতি নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ, কে, এম মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আব্দুল ওয়াজেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারন সম্পাদক রমাকান্ত রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহিদুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক রাশেদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরাজুল ইসলাম প্রমুখ।