শরিফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুণ্ঠপুর কালিগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ প্রায় শেষের দিকে । এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে যাচ্ছে আর কিছুদিন পরেই । উন্নয়নের ছোঁয়া লেগেছে এলাকায়। যে সেতু নির্মাণের ফলে ভাগ্য বদলাবে এলাকাবাসীর । সেতুটি নির্মাণে কৃষক থেকে শুরু করে সব শ্রেণির মানুষের দুর্ভোগ লাঘব হবে । যাতায়াত ও উন্নয়নের পথে বাধা হয়ে ছিল কালিগঙ্গার এই নদী । নদীতে সেতু না থাকায় কয়েক হাজার মানুষকে ঘিওর উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াতের জন্য ১৫-২০ কিলোমিটার এলাকা ঘুরে যেতে হতো। এতে গন্তব্যে পৌঁছতে সময় বেশি লেগে যেত । এখন নদীর ওপর সেতু নির্মাণ শেষে এলাকাবাসী দ্রæত গন্তব্যে পৌঁছাতে পারবে। এতে করে সময় এবং অর্থ দুটোই বাজবে । বিগত সময়ে বিএনপি জোট সরকার আমলে নানা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল কৃষি প্রধান এ অঞ্চলের মানুষ। এলাকায় লাগেনি কোন উন্নয়নের ছোঁয়া। তবে এবার আলোর মুখ দেখতে শুরু করেছে এলাকাবাসী । আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় এর প্রচেষ্টায় এলাকায় উন্নয়নের দ্বার খুলেছে। এ অঞ্চলে স্কুল কলেজ,মসজিদ, মাদ্রাসা রাস্তা- ঘাট ব্রিজ, কালভার্টসহ সব জায়গাতেই উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে । সেতুটি বিগত ১১ মার্চ ২০১৮ তে পিবিএস বিলনালাই সিংজুরী ইউপি ভায়া বৈকুন্ঠপুর বালিয়াবাধা সড়কে ২৮৫০ মিঃ চেইনেজ কালিগঙ্গা নদীর উপরে প্রায় ৩৫ কোটি টাকার অধিক ব্যয়ে দীর্ঘ ৩৬৫ মিটার ব্রিজের লে-আউট প্রদানের মধ্য দিয়ে সেতু নির্মাণের আনুষ্ঠানিক কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। সেতুটি নির্মাণের ফলে ঘিওর, পয়লা , বাঙালা,নলকুরিয়া,সিংজুরী, বালিয়াবাধা , বিলনালাই, বৈকন্ঠপুরসহ অন্তত পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে বলে আশাবাদী এ অঞ্চলের মানুষের। স্থানীয় এক বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন খান জানান , বিগত বিএনপি সরকার আমলে এ এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্টসহ কোন কিছুতেই উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্তমান আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এলাকায় বেশ কিছু উন্নয়ন ঘটেছে । এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প এবং দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল আমাদের নদীর উপর নির্মাণাধীন এই সেতু । এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত আছে । এরই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় ঘিওর, দৌলতপুর, শিবালয়ে কয়েকটি সেতু ,রাস্তাঘাট, কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে । বেশকিছু উন্নয়ন কাজ চলমানও রয়েছে । এরমধ্যে বৈকন্ঠপুর কালিগঙ্গা নদীর উপর সেতুটি নির্মাণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল । সেতুটির কাজ প্রায় শেষের দিকে । এটি নির্মাণের ফলে কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগের সেতুবন্ধন তৈরি হবে এবং স্বল্প সময়ে জেলা শহরে যাতায়াতের ব্যবস্থা হবে। এছাড়াও সাংসদ আরো বলেন, এ সেতুটির পাশাপাশি বালিয়াবাধা নদীর ওপর ২৫০ মিঃ আরো একটি সেতু নির্মাণের চুরান্ত অনুমোদন পর্যায়ে রয়েছে । অচিরেই টেন্ডারের মাধ্যমে সেতু নির্মাণ কাজ আরম্ভ হবে বলে তিনি জানান।
শুক্রবার, জানুয়ারি ২৭
সংবাদ শিরোনাম
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার
- হাতের আঙুল নেই, কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম আরাফাত
- আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা
- বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস
- রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা
- মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু হচ্ছে ফেব্রুয়ারিতে
- পাইকগাছায় পরিবেশ বিপর্যয়কারী টালির পাঁজা উচ্ছেদ
- শিলিগুড়িতে খেলতে গিয়ে লাশ হওয়া ডাবলুর মরদেহ হস্তান্তর