নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩শ দুই বোতল ফেনসিডিল ও ১০ বেজি গাঁজা সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১। ৪ এপ্রিল সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি প্রাইভেট কার থেকে এসব মাদক উদ্ধার করে র্যাব-১১। একই সাথে দুই মাদক ব্যাসায়ীকে গ্রেফতার ও মাদক পরিবহনের কাজে নিয়েজিত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার র্যাব-১১ এর মিডিয়া অফিসার ও সহকারি পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাইদ জিকু স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইনশৃংঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল গত ৪ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৩শ দুই বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আল আমিন(৩৩) ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকার মোঃ শহিদের ছেলে এবং মোঃ রাজিব হোসেন(২৫) ঢাকা জেলার দোহার থানাধীন নটাখোলা এলাকার মৃত আঃ মান্নানের ছেলে। এ সময় গ্রেফতাকৃতদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যাবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত উভয়েই মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজোশে দির্ঘদিন ধরে প্রাইভেটকারের চালক ও যাত্রী ছদ্দবেশে যাত্রী পরিবহনের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য পরিহবন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।