খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে ২০২০-২০২১ অর্থ বছরে আশ্রায়ন প্রকল্পের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে মাধ্যমে মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনবার্সনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প গৃহহীনদের জন্য গৃহ নির্মান কর্মসূচীর আওতায় মোট ৬৮টি ঘর নির্মাণ শেষে সুফল ভোগীদের সম্পূর্ণরূপে বুঝাইয়া দেয়ার প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে। উপজেলার ৩ ইউনিয়নে মোট ১৬৪টি পরিবার পাচ্ছে এই উপহার। সিন্দুকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রেদাক মারমা বলেন, ঘর নির্মান কাজ শেষে গৃহহীনদের ঘর বুঝিয়ে দেওয়া প্রায় শেষ পর্যায়ে। নির্মাণ কাজ খুব সুন্দর ভাবে করা হচ্ছে। প্রধানমত্রীর এই মহৎ উদ্যোগ গৃহহীন অসহায় মানুষের জন্য আশির্বাদ স্বরূপ। তারা এই ঘর গুলো পেয়ে অত্যান্ত আনন্দিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দির্ঘায়ু কামনা করে ধন্যবাদ জানিয়েছেন। সিন্দুকছড়ির মুরা পাড়া এলাকায় নির্মাণকৃত ঘর গুলো সরজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, একই জায়গায় অসহায়দের জন্য ১০টি ঘর নির্মান করা হয়েছে। কিরঞ্জয় ত্রিপুরা, রুপেন বালা ত্রিপুরা, রতিজয় ত্রিপুরা সহ অন্যান্যদের সাথে কথা বললে তারা জানান, আমরা ঘর গুলো পেয়ে অত্যান্ত আনন্দিত এবং খুশি। এসব গৃহহীনদের পুনর্বাসনের ব্যাপরে ও উল্লেখিত আশ্রায়ন প্রকল্পের নির্মিত ঘরগুলি সর্ম্পকে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ বলেন, তাঁর জানামতে গুইমারা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের ঘরগুলির নির্মাণ কাজ সুষ্ঠুভাবে হচ্ছে। এসব গৃহহীন পুর্নবাসিত পরিবারগুলিতে বর্তমানে বিরাজ করছে আনন্দ ঘন পরিবেশ।