সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রেজাউল করিম খান(সিরাজগঞ্জ):
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে দলের প্রাথমিক প্রার্থী চ‚ড়ান্ত করেছে (বিএনপি)। সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের মনোনয়ন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন। এর মধ্যে সিরাজগঞ্জের ৬টি আসনের একটি বাদ রেখে ৫টি আসনের মনোনয়ন প্রার্থী ঘোষনা করেন। এই ৫টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন যারা তারা হলেন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ – তাড়াশ) আসনে জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী অহেদ মরিয়ম ডিগ্রীকলেজের বার বার নির্বাচিত সাবেক ভিপি,ভিপি আয়নুল হক।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.আকবর আলী। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে সাবেক উপ প্রধানমন্ত্রী, ডা. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত। অপর দিকে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, পরবর্তীতে এই আসনের মনোনয়ন চ‚ড়ান্ত করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ