সিরাজগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়  

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

রেজাউল করিম খান, সিরাজগঞ্জঃ

নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয় এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৩ নভেম্বর)  বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায় এর সঞ্চালনায়  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইন অনুযায়ী কাজ করবো, ব্যক্তিগতভাবে কাউকে চিনতে চাই না। আমাদের কাজের ক্ষেত্রে কোন ধরনের ভুল থাকলে, আপনারা সুধরে নিবেন। আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই, দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করতে চাই। এক্ষেত্রে আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। সেই লক্ষ্যে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে একসাথে কাজ করবো। পৌর শহরে বাজার স্টেশন যে যানজট সৃষ্টি হয় সেটি আমি জেনেছি বেশ কয়েকটি  ঢাকাগামী বাস কাউন্টার আছে। এতে করে রাস্তায় জানজট সৃষ্টি  হচ্ছে এটা আমি এ জেলা প্রশাসনের পক্ষ থেকে অতি তাড়াতাড়ি এ জানজট নিরসন করা হবে।  এবং প্রতিটি পদক্ষেপে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতার পাশাপাশি অবশ্যই সমষ্টিগত স্বার্থে কাজ করবো।

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ইন্না, সহ- সভাপতি হীরুক গুন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য হেলাল আহমেদ, জাকিরুল ইসলাম সান্টু, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রুবেল,অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী,আপ্যায়ন সম্পাদক মোঃ রেজাউল করিম খান,

এছাড়াও আরো উপস্থিত ছিলেন , সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য শফিক মোহাম্মদ রুমন, ও সোহাগ হাসান জয়,সময় টিভি স্টার্ফ রিপোর্টার রিংকু কুন্ড,  আর টিভি সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্জয়,  সিনিয়র সাংবাদিক এস এম আহসান হাবিব মুন্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারন  ইউসুফ দেওয়ান রাজু,  সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক মোঃ এনানুল হক, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌড়, সমাজ কল্যাণ সম্পাদক মিলন সেখ, তথ্যও প্রযুক্তি সম্পাদক  এইচ এম আলমগীর কবির,  সদস্য  রফিউল আলম বাবুল, মোঃ আজিজুর রহমান মুন্না, শভ কুমার ঘোস মোঃ হোসেন আলী (ছোট্ট)  ছাম্মি আহমেদ আজমীর, মোঃ রাকিব হোসেন,  মোঃ মাসুদ রানা,  হুমায়ুন কবির সোহেল, শাহিদা খাতুন প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *