সিরাজগঞ্জ সিভিল সার্জনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সিরাজগঞ্জ প্রতিনিধি:

টাইফয়েড কনজুগেট (টিসিভি) ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ সিভিল সার্জনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ৩ টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সিভিল সার্জন ডা. নুরুল আমিনের সভাপতিত্বে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা. নুরুল আমিন জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি ও সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড এর টিকা প্রদান করা হবে। ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর সময়ের মধ্যে যে কোনো ১০ দিন স্কুলে ক্যাম্পেইন এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বরের যে কোনো ৮দিন এই টিকাদান ক্যাম্পইন চলবে।

সিরাজগঞ্জ জেলার ১৫ টি স্থায়ী টিকাদান কেন্দ্র ও ২১১২ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে প্রাইমারি, হাইস্কুল, মাদরাসা ও অন্যান্য মিলে মোট তিন হাজার ৪২৯ টি স্কুল পর্যায়ে মোট ছয় লক্ষ ২৮ হাজার ৯৬৫ এবং কমিউনিটি পর্যায়ে চার লক্ষ এগার হাজার ১৮ জন সর্বমোট দশ লক্ষ উনচল্লিশ হাজার ৯৮৩ জনকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
প্রেস কনফারেন্সে ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, ইউনিসেফ এর ন্যাশনাল ইপিআই স্পেশিয়ালিষ্ট রাজশাহী বিভাগের কর্মকর্তা ডা. রেজাউর রহমান উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ