নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ। ভয়াবহ বন্যায় স্তব্ধ হয়ে পড়েছে উপদ্রæত এলাকার জনজীবন। দুর্গতরা ভুগছে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে। বন্যার্তদের পাশে স্থানীয় প্রশাসন এবং সেনা ও নৌ বাহিনী দাঁড়ালেও তা যথেষ্ট নয়। এ অবস্থায় সরকারি বেসরকারি বিভিন্ন সেবাসংস্থার পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সিলেটের বানভাসীদের মাঝে ত্রাণ ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। গত দু’দিন যাবত সিলেট সুনামগঞ্জের তেঘরিয়া এলাকার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তারা। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক বিজয় সরকার, সাংগঠনিক সম্পাদক রহিমা আক্তার রিনা, অর্থ সম্পাদক আরিফুল হক আলভী,রাজিয়া বেগম, মহিলা সম্পাদিকা রওশনারা খান শ্যামলী, সহ ত্রাণ সম্পাদক এবিএম রফিকুল আলম ভ‚ঁইয়া প্রমুখ। এছাড়াও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।