সিলেট ব্যুরো
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের জৈন্তাপুরে দেবরের ধারালো ছুরির আঘাতে ভাবী খুন। এ সময় বড় ভাই এগিয়ে খুনি ভাইয়ের হামলায় বড় ভাই আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দীর্ঘ দিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক ভাবে তাদের বিরোধ চলছে। বৃহস্পতিবার ভোর ফরফরা গ্রামের ওহাব আলীর স্ত্রী সোনারা বেগম (৫০) বাড়ীর অংশ থেকে বাঁশ কাটতে যান।
দেবর আব্দুল করিম (৩৮) বাঁশ কাটতে ভাবীকে বাঁধা দেন। এনিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায় দেবর উত্তেজিত হয়ে ধারালো ছুরি নিয়ে সোনারা বেগমের উপর উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই ভাবীর মৃত্যু হয়। এ সময় চিৎিকার শুনে নিহতের ভাসুর তোরাব আলী (৬৮) বাঁধা দিতে গেলে ছোট ভাইয়ের ছুরির আঘাতে তিনিও গুরুতর আহত হন। গুরতর আহতবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, উপ-পরিদর্শক (এসআই) কাজী শাহেদ আহমদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক আব্দুল করিম ও তার স্ত্রী শিরিনা বেগমকে (৩০) আটক করা হয়। এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত খুনি ও তার স্ত্রীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।