সিলেট ব্যুরো :
সিলেটসহ বিভাগের বিভিন্নস্থানে র্যাব-৯ এর পৃথক ভেজাল বিরোধী অভিযানে ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। সিলেট : র্যাব-৯ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান, সিনিয়র এএসপি লুৎফুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকারসংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নের্তৃত্বে সিলেট নগরীর জিন্দাবাজারে চারটি ব্যবসা প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে মাদানি জর্দ্দা স্টোরকে ৫ হাজার, রায়হান ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার, উত্তম স্টোরকে ৫ হাজার ও সুমি স্টোরকে ১০ হাজারসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। হবিগঞ্জ : র্যাব-৯ সিপিসি-১ কোম্পানীর (হবিগঞ্জ ক্যাম্প) একটি আভিযানিক দল লে: কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাজরাতুন নাঈমের নেতৃত্বে জেলার বিভিন্নস্থানে ৩টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় হবিগঞ্জ সদর থানা এলাকার বিভিন্ন মার্কেটে কসমেটিক্সের কোকানের দ্রব্য সামগ্রীর গায়ে সঠিক মূল্য নির্ধারণ না করার অপরাধে নন্দ লাল দাসকে ৩ হাজার, এমরান চৌধুরী বেলালকে ৫ হাজার ও রোহেল মিয়াকে ৫ হাজারসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। মৌলভীবাজার : র্যাব-৯ সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প’র একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও মৌলভীবাজারের এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা’র নেতৃত্বে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিপেন্দ্র বৈদ্যকে ৩ হাজার ও মো: পলাশকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৬ হাজার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সুনামগঞ্জ : র্যাব-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে: কমান্ডার সিঞ্চন আহমদ ও সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো: সম্রাট হোসেন সিলেট বিএসটিআইয়ের পরিদর্শক আব্দুল মতিনের নেতৃত্বে ৪ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় সুনামগঞ্জ সদর থানা এলাকায় মেয়াদ উত্তীর্ণ, উচ্চ মূল্যে ও ভেজাল মিশ্রিত পণ্য বিক্রি সংক্রান্ত অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সৌখিন ইলেক্ট্রনিক এন্ড জেনারেল স্টোরকে ৫ হাজার, আনোয়ার মিষ্টান্নকে ১৫ হাজার, মাসুম ট্রেডার্সকে ১০ হাজার ও শংকর দেবকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।