মৌলভীবাজার প্রতিনিধি
ফেসবুকে লাইভ করে আগুনের তথ্য দেয়া অলিউর রহমান নয়নের লাশ মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের বাড়িতে পৌছালে শোকের ছায়া নেমে আসে। গতকাল সোমবার সাড়ে ৯ টায় দিকে একটি এম্বুলেন্সে করে তার লাশ পৌছালে শেষ বারের মতো এক নজর দেখতে অসংখ্য মানুষ ভিড় করেন। এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেননা নয়নের মা-বাবা প্রতবেশীসহ এলাকার সাধারণ মানুষ। নয়নের চাচা মাওলানা রমজান আলী জানান- সর্বশেষ গত ঈদুল ফেতরে বাড়ী এসেছিলো নয়ন। কয়েকদিন থেকে আবার চলে যায় সীতাকুন্ডে। আজ ৬ জুন বাদ যোহর নামাজে যানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। গত রবিবার রাতে তারা লাশ গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দাফন কাফনের জন্য নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়। পর্যায়ক্রমে আরও ২ লাখ টাকা তাদেরকে দেওয়া হবে। নয়নের মা-বাবা প্রতবেশীসহ এলাকার লোকজন এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান। উল্লেখ্য- শনিবার রাতে নগরী থেকে ৩০ কিলোমিটার দুরে কদমরসুল এলাকায় রাত সাড়ে ৯টায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সীতাকুন্ড কন্টেইনার ডিপোতে কর্মরত শ্রমিক অলিউর রহমান নয়ন ফেসবুকে লাইভ করার সময় মৃত্যুবরণ করেন।