গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার মালেকের বাড়ি এলাকার এমাজিং ফ্যাশন লিমিটেড এর ড্রাইভার খুনের তিন মাস পর রহস্য উদঘাটনসহ দুই হত্যারকারীকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। হত্যার ব্যবহৃত সুইচ গিয়ারটি (চাকু) উদ্ধার করা হয়েছে। নিহত জাহিদুল ইসলাম (৩৫) নেত্রকোণা জেলার বারহাট্টা লামাপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে। গ্রেপ্তারকৃতরা হলো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণখান থানার ময়নারটেক এলাকার ছবিরের ছেলে শিপন (২৩) এবং গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার মো: রুবেলের ছেলে মো: রাব্বি (২১)। গত বুধবার রাতে নগরীর টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো: জাকির হাসান জানান, চলতি বছরের মার্চ মাসের ১ তারিখে এমাজিং ফ্যাশন লিমিটেড কারখানার প্রাইভেটকারের ড্রাইভার জাহিদুল ওই অফিসের একজন অফিসারকে অফিস শেষে ঢাকায় নামিয়ে দিয়ে গাজীপুরে ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে এগারোটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাছিমপুর এলাকায় পিপলস সিরামিকের সামনে প্র¯্রাব করতে নামেন ড্রাইভার জাহিদুল। কিছুক্ষনের মধ্যেই ৩/৪জন ছিনতাইকারী জাহিদুলের পিছন থেকে ঘিরে তার নিকট থাকা মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা ভিকটিম জাহিদুলের ডান পায়ের উরুতে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় জাহিদুলের চিৎকারে ঘটনাস্থলের কিছু দূরে পুলিশের টহল টিম এবং পথচারীরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত জাহিদুলকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ভিকটিমের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের পালিয়ে যাওয়ার গতি পথের বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় গত বুধবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গী পূর্ব থানার দিঘীরপাড় এলাকা থেকে শিপনকে এবং এরশাদ নগর থেকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসা দায় স্বীকার করে হত্যায় ব্যবহৃত ধারালো চাকু ঘটনাস্থল সংলগ্ন কাদেরিয়া টেক্সটাইল সংলগ্ন পরিত্যক্ত জায়গায় ফেলে দেয়ার কথা জানায়। তাদের দেয়া তথ্য মতে সুইচ গিয়ারটি (চাকু) উদ্ধার করা হয়েছে।
Add A Comment