সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১- আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল,সঞ্জয় রায় চৌধুরী, মোকাররম হোসেন তালুকদার, গোলাম ফরিদ খোকা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর আলম ফারুক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শরীরচর্চা শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ের চ‚ড়ান্ত পর্বে অংশ নিবে। ক্রীড়ানুষ্ঠান শেষে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও আগত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।