সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাওয়াদ(৪)নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় গুরুতর আহত আবস্থায় আনোয়ারা নামের এক বৃদ্ধাকে ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলার দড়িকান্দি বাসষ্টান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর জাওয়াদ সনমান্দি দড়িকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে ভাংচুর করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে শিশু জাওয়াদ ও তার মায়ের নানী মহাসড়কের দড়িকান্দি বাসষ্টান্ড এলাকা দিয়ে রাস্তা পারাপার হচ্ছিল। এসময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা এক্সক্লুসিভ (বরিশাল জ-১১-০০৫৩ ) নামে একটি বাস তাদের ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ছিটকে পড়ে শিশু জাওয়াদ ঘটনাস্থলেই মারা যান। আহত হয় শিশুর সাথে থাকা তার মায়ের নানী আনোয়ারা বেগম । এলাকাবাসী মুর্মূষ অবস্থায় আহত আনোয়ারা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি নবীর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।