সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
সোনারগাঁয়ে বিএনপির উপজেলা ও পৌর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনারগাঁ পৌরসভার আদমপুর বাজারে এ কার্যালয় উদ্বোধন করা হয়। সোনারগাঁ বিএনপির সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।
এ সময় পৌর বিএনপির সভাপতি মো.শাহজাহান এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ বিএনপির যুগ্ম সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, আতাউর রহমান, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক সালমা আক্তার, পৌর বিএনপির সভাপতি , হুমায়ন কবির রফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম,পৌর বিএনপির সহ সম্পাদক মাসুম মোল্লা, যুগ্ম সম্পাদক এহসানুল হাসনাইন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আবু তাহের, পৌর যুব দলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শ্যামল, পৌরসভা জাসাস এর সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও সাবেক ছাত্রদল সভাপতি ইমরান খাঁন প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।