অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া প্রবাসী কর্মীদের কোয়ারেন্টিনের জন্য থাকতে হবে দেশটির হোটেলে। এমন অবস্থায় সৌদিপ্রবাসী কর্মীদের হোটেলে থাকার জন্য ভর্তুকি দেবে সরকার। এছাড়া মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের বয়স শিথিল করার বিষয় নিয়েও সরকার বিবেচনা করছে।বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তার দপ্তরে এসব তথ্য জানান।
তিনি জানান, করোনার কারণে সৌদি আরবে গেলে প্রবাসীদের এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু দেশটির সরকার তাদের কোয়ারেন্টিনের জন্য যেসব হোটেল নির্ধারণ করেছে তা ব্যয়বহুল। ফলে প্রবাসীরা এসব হোটেলে যেতে আগ্রহ কম।এ কে আবদুল মোমেন বলেন, এজন্য আমরা উদ্যোগ নিয়েছি, প্রবাসীরা সৌদিতে গেলে আমরা সাবসিডি দেবো। এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।
তিনি আরও জানান, সদ্য ভারত থেকে যেসব বাংলাদেশি দেশে এসেছেন, তাদের মধ্যে ১৩ জনের কোভিড আর একজনের ‘ব্ল্যাক ফাঙ্গাস’ ধরা পড়েছে। এটা নিয়ে প্রচারণা বেশি হওয়ায় সবাই ভয় পাচ্ছেন, যেন বাংলাদেশে করোনার ভারতীয় ভেরিয়েন্ট খুব বেশি। এর ফলে বিভিন্ন দেশ রেড অ্যালার্ট দিয়ে রেখেছে।