অনলাইন ডেস্ক:
হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৩৪টি ফ্লাইটে সৌদি গেছেন তারা। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুন) পর্যন্ত ১৩ হাজার ২২৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯ হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবিরের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।