অনলাইন ডেস্ক: লম্বা সময়ের পর পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছেন ক্রিকেটাররা। ছুটিতে তাই অনেকে গ্রামে বা বিদেশে চলে গেছেন। তবে তাসকিন ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। পর্দায়ঘেরা স্ত্রীসহ সুইমিংপুলে তোলা ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে দিতেই হয়েছে ভাইরাল।
আলোচনা সমালোচনায় রিয়েক্ট পড়েছে ১ লাখ ৯৭ হাজারের বেশি। কিছু সংখ্যক মানুষ ছাড়া সবাই ছবিটি পছন্দ করেছে। কমেন্ট পড়েছে সাড়ে আট হাজারে বেশি এবং শেয়ার হয়েছে প্রায় আটশো। ছবিতে দেখা যায় স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে কক্সবাজার সমুদ্রের সঙ্গে ঘেঁষা সায়মন বিচ রিসোর্টের নীল জলে অর্ধেক ডুবে আছেন তাসকিন আহমেদ। যেখানে নীল রঙের টি-শার্ট পরে আছেন তাসকিন। আর তার স্ত্রী বরাবরের মতোই বোরকা ও হিজাব দ্বারা আবৃত, যা হচ্ছে আলোচনা-সমালোচনা।
তাসকিন-নাঈমার ছবিটিতে মাহমুদুল হক জালীস নামের একজন লিখেছেন, ‘পর্দার ভেতরে রয়েছে মা বোনদের নিরাপত্তা। আল্লাহ আপনাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আমিন।’ একই ধরনের মন্তব্য করে এনএম সাদাৎ নামের একজন লিখেছেন, ‘আপনাদের কাপল পিকগুলা দেখে বিশেষ করে ভাবির পর্দা দেখে বেশি ভালো লাগে। আল্লাহ আপনার ফ্যামলিকে ভালো রাখুক সব সময়।’ ফারুক হোসেন নামে আরেকজন লিখেছেন, ‘যারা বলে পর্দা করলে স্বাধীনতা নষ্ট হয় এবং মেয়েরা জীবন উপভোগ করতে পারে না এই ছবিটি তাদের জন্য থাপ্পরের মতো।’
দুই সিরিজ মিলে প্রায় দেড় মাস ধরে বায়ো বাবলে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে দারুণ দুটো সিরিজ শেষ করে টাইগাররা। দুই সপ্তাহের ছুটি পেয়ে অবশেষে বাড়ি ফিরে পরিবার নিয়ে খুব ভালো সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্রে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। গ্রামে সময় কাটাচ্ছেন অনেকেই।