লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার গোড়ল
ইউপি সদস্যের বাড়িতে ফেনসিডিলের আসর বসেছে এবং সেই আসরে ফেনসিডিল পরিবেশন করছেন তার স্ত্রী। ইতোমধ্যে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছেন পুলিশ। সেই ভিডিওর জের ধরে গতকাল ভোর চারটায় ঐ ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালান কালিগঞ্জ থানা পুলিশ। এতে ইউপি সদস্য বাদশা মিয়ার ছেলে শাহিন আলম (২০) কে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের বর্তমান সদস্য বাদশা মিয়া। তিনি ওই ওয়ার্ডের মালগাড়া গ্রামের বাসিন্দা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্যের স্ত্রী স্বপ্না বেগম নিজে কাস্টমারকে গøাসে ফেন্সিডিল ঢেলে দিচ্ছে, অন্যদিকে ফেনসিডিলের টাকা সরাসরি ইউপি সদস্য বাদশা মিয়া গুনে নিচ্ছে। এ নিয়ে স্থানীয় ব্যক্তিরা জানান, কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন সীমান্তের নিকটবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরে এ ব্যবসায় জড়িত বাদশা মিয়া। ব্যবসা ঠিক রাখতে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে গোড়ল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর আবার শুরু হয় তার মাদক ব্যবসা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, ইউপি সদস্যের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। বাড়িতে বাদশা মিয়া ও তার স্ত্রীকে পাওয়া যায়নি। তবে তাদের মাদক ব্যবসায়ী ছেলেকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।