নিজস্ব প্রতিবেদক,কেরাণীগঞ্জ:
স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রনে বেসরকারি সংগঠন সমূহকে সম্পৃক্তকরণ জরুরী’ এ বিষয়ে কেরাণীগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২জুলাই বুধবার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহযোগিতায় কেরাণীগঞ্জ হিউম্যানরিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি(কেএইচআরডিএস) এ আলোচনা সভার আয়েজন করেন।
কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি(কেএইচআরডিএস)এর নির্বাহীকর্মকর্তা সৈয়দা শামীমা সুলতানার সভাপতিত্বে ও খন্দকার ফজিলাতুন নেছার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ রহমান সপু, অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, সমবায় কর্মকর্তা মো.মহসীন, আগানগর ইউপি সচিব মোসা: মাসুমা আক্তার,এনজিওকর্মী চঞ্চলাবর্মন,বীণারাজবংশী প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণও এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রনের বিভিন্ন দিক তুলেধরে বিষদ আলোচনা করেন এবং এ বিষয়ে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন।