অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপনের ‘মা’ ফৌজিয়া মালেকের দাফন কার্য সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল দশটার সময় মানিকগঞ্জ গড়পাড়া হাইস্কুল মাঠ এবং সাটুরিয়ায় হরগজ কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের জানাযা শেষে গড়পাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ সময় হাজারো মানুষ তাকে শেষ বারের মত দেখা এবং দোয়ার জন্য সমাবেত হন।উল্লেখ্য, ফৌজিয়া মালেক গতকাল (২৭ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা প্রশাসন, রাজনৈতিক বিভিন্ন মহল এবং সামাজিক বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।