নিজস্ব প্রতিবেদক,কেরানীগঞ্জ-
দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা বেগুনবাড়ি এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের সংযোগ সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী। আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বেগুনবাড়ি এলাকার সড়কের উভয় পাশের আটকেপরা প্রায় অর্ধশতাধিক বাড়ির শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয়রা বলেন, বেগুনবাড়ি ঐলাকার মাঝখান দিয়ে চলে গেছে ঢাকা-মাওয়া মহাসড়কের সংযোগ সড়ক। কিন্তু সড়কটির মাঝে কোন আন্ডারপাস না থাকায় আটকে পরেছেন উভয় পাশের বেশ কিছু বাড়ির প্রায় শতাধিক পরিবার। তাই এলাকাবাসীর দাবি আমরা উন্নয়নের বিপক্ষে নয়। তবে যে উন্নয়ণ মানুষকে ঘর হতে বের হতে দেবে না এ ধরনের অপরিকল্পিত উন্নয়ণ আমরা চাই না। বক্তারা আরো বলেন , ঢাকা-মাওয়া মহাসড়কের সংযোগ সড়ক বেগুনবাড়ি এলাকায় শুভাঢ্যা খালের ওপর নির্মানাধিন বেগুনবাড়ি ব্রীজের দক্ষিণ পাড়ের সড়কের উভয় পাশের প্রায় অর্ধশতাধিক বাড়ির শতাধিক পরিবার এ ব্রীজটির কারনে আটকে পরেছে। ব্রীজের কারনে তাদের বাড়িতে প্রবেশ কিংবা বাড়ি থেকে বাহিরেও বের হতে পারছে না। এ নিয়ে এলাকাবাসীর পক্ষথেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করা হলেও তারা বিষয়টি আমলে নিচ্ছেন না। তাই তারা মহাসড়কের কাজ শেষ হওয়ার আগেই সড়ক পারাপারে বেগুনবাড়ি এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে বক্তব্য রাখেন হাজী মো. সাদেক, নূর হোসেন, শাহিদুল ইসলাম,আল আমিন, বাপ্পি, ইউনুস, ইয়াসিন, জ্যোৎস্না বেগম, হোসনে আরা বেগম, মাহফুজা বেগম, নাগিনা বেগম, রতœা বেগম, মুন্নি বেগম, সাহিদা বেগম, মুক্তা বেগম প্রমুখ।#