রেজাউল করিম খান, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রয়াত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এর শোকসভায় গতকাল সোমবার সকালে ভার্যুয়ালে যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছে। বিএনপিই হত্যা এবং প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। আওয়ামিলীগ ভাগ্য উন্নয়নের রাজনীতি করে। তিনি বলেন, হত্যা প্রতিহিংসার রাজনীতি শুরু করে মির্জা ফখরুলরাই আবার গণতন্ত্রের বুলি আওরান। এসময়, ওবায়দুল কাদের, প্রয়াত হাসিবুর রহমান স্বপনের পরিবার ও জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সভাপতিত্বে আজ সকাল ১১ টায় রবিন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে এ শোকসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে,এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সংসদ সদস্য হাবিবে মুল্লাত মুন্না, সংসদ সদস্য তানভীর ইমাম, প্রয়াত সংসদ সদস্য স্বপনের জৈষ্ঠ কন্যা ফারজানা রহমান স্বম্পা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি, আওয়ামীলীগ নেতা কে, এম নাসির উদ্দিন প্রমুখ। শোকসভায় বক্তারা প্রয়াত হাসিবুর রহমান স্বপনের স্মৃতিচারণ করেন ও তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার, জুন ৩
সংবাদ শিরোনাম
- সেমিতে উঠার লড়াইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল
- অভিনয়ে ব্যর্থ হলে কী করতেন রাকুল?
- মিতু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি কালু গ্রেপ্তার
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট সেবা
- ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা