নিজস্ব প্রতিবেদক:
দেশী মাছ সংরক্ষণ ও হাওরের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি আজ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গভেষণা কাউন্সিলে (বিএআরসি), বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটর(বিএফআরআই) এক কর্মশালায় এ কথা বলেন।
তিনি এ সেমিনারে প্রধান বক্তা হিসাবে বলেন, আমরা মাছে-ভাতের মানুষ তাই আমাদের মাছ উৎপাদনে বিশেষ ভাবে নজর দিতে হবে। বিশেষ করে হাওরঅঞ্চলে মাছ উৎপাদনে প্রকল্প গ্রহন করতে হবে। এ ব্যাপরে আমার কোন সাহায্য সহযোগীতা প্রয়োজন হলে আমি তা করবো।
এ বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। এখানে যারা মৎস্য এক্রাপার্ট রয়েছেন তাদেরকে হাওরে কিভাবে মৎস্য উৎপাদন বাড়ানো যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তাব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিথি হিসাবে বক্তাব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ.মাহাবুব হক, কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.ইয়াহিয়া মাহমুদ