সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ :
শেরপুর আদালত চত্বর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ আব্দুস সালাম (২৫) নামে মাদক মামলার এক আসামী পালিয়ে যাওয়ার পর ৩ ঘণ্টা পর পুলিশ তাকে ফের গ্রেফতার করেছে।মঙ্গলবার (২১জুন) দুপুরে তাকে সদর উপজেলার পাকুড়িয়া ফকির পাড়া থেকে গ্রেফতার করে শেরপুর সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী সদর উপজেলার ইলশা গ্রামের নামাপাড়া গ্রামের মো. গুঞ্জন আলীর ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুন রবিবার বিকেলে ২৪ গ্রাম হেরোইনসহ আব্দুস সালামকে র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করে। পরে র্যাব-১৪ তার বিরম্নদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শেরপুর সদর থানায় সোর্পদ করে। পরে থানা পুলিশ তার বিরম্নদ্ধে ২১ জুন রিমান্ড শুনানীর জন্য আদালতে হাজির করলে আদালত চত্বর থেকে কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পড়া অবস্থাতেই পালিয়ে যায়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ওসি মনসুর আহম্মেদ ও আদালতের পুলিশ পরিদর্শকের সাড়াশি অভিযানে ৩ ঘণ্টা পর ফের গ্রেফতার করে।এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, সালাম পালানোর পরপরই আমরা অভিযান করি। পালানোর ৩ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করেত সক্ষম হয়েছি। এ ঘটনায় কারো গাফিলতি রয়েছে কী না সেজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কারো গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নেয়ার সুপারিশ করা হবে বলে তিনি জানায়।