লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে দু’গ্রুপের ৬ জন আহত হয়েছে। গত শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা পুর্ব সাড়ডুবি গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আঃরহমান ও প্রতিপক্ষ রবিউল ইসলামের মধ্যে এক সংঘর্ষ হয়। এ সংঘর্ষে দবির হোসেন (২৬) আঃ রহমান (৬৫) ও অপর পক্ষের রাবেয়া বেগম (৫৫) ও বেবি (২৩) আহত হয়েছে।
আহতরা উভয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন রয়েছে। জানা গেছে, উক্ত আঃ রহমানের সাথে রবিউল ইসলামের জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ ও মামলা চলে আসছিল। এমনি অবস্থায় শুক্রবার সকালে দবির হোসেন ও আঃ রহমান পিতা পুত্র নিজ জমিতে লাগানো সুপারী ও খেজুর গাছ পরিচর্যা করতে গেলে অতর্কীত ভাবে রবিউল ইসলাম লাঠি নিয়ে আসে এবং এলোপাতারি ভাবে দবির ও আঃ রহমান কে মার পিট করে। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে রবিউল লাঠি দিয়ে দবির এর মাথায় আঘাত করিয়ে রক্তাক্ত যখম করেন। বর্তমান চিকিৎসাধিন দবির এর মাথায় ১১ টি সেলাই করা হয়েছে এবং আশংঙ্কাজনক রয়েছে। এ খবর লেখা সময় পর্যন্ত মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আঃ রহমান জানিয়েছেন