পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেলে পরিষদ প্রাঙণে উন্মুক্ত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সভাপত্বি করেন-হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হাদিউল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।হোসেন্দী ইউপি সচিব মোহাম্মদ সারওয়ার হাসান উপস্থিত অতিথি ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সামনে দুই কোটি ছয় লাখ ৮৯হাজার ৮৬০টাকার বাজেট পেশ করেন। এতে দুই কোটি ৩৯হাজার ৮৬০টাকা মোট ব্যয় নির্ধারণ করে ৫০হাজার টাকা উদ্ধৃত্ত দেখানো হয়। বাজেটে আয়ের খাত হিসেবে ট্যাক্স, ট্রেড লাইসেন্স, ভূমি হস্তান্তর কর ও এডিপি থেকে প্রাপ্ত অর্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। অপর দিকে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যয়ের খাত দেখানো হয়েছে।বাজেট অনুষ্ঠানে হোসেন্দী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য আছমা আক্তার, শিরিনা আক্তার ও হালিমা খাতুন এবং ইউপি সদস্য মফিজুল হক রেনু, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম শিহাব, রুস্তম আলী, নজরুল ইসলাম, সেলিম মিয়া, শামসুল হক, সুরুজ মিয়া ও স্বপন মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Related Posts
Add A Comment