অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন আব্দুর রহিমকে (৫৭) আটক করেছে পুলিশ।বুধবার মধ্যরাতে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে ২০ হাজার ইয়াবাসহ আব্দুর রহিমকে আটক করা হয়।
বৃহস্পতিবার টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।হাফিজুর রহমান জানান, বুধবার মধ্যরাতে এসআই বাতেনের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে আব্দুর রহিমকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বেশ কয়েকজন ওষুধের দোকানদার এবং রহিম মাদক কারবারের সঙ্গে জড়িত। রহিমকে জিজ্ঞাসাবাদ করলে বড় বড় রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে।