ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ ২০২৩ সালের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা। সচিব বলেন, করোনার পরিস্থিতির কারণে সারা বিশ্বের মতো আমরাও অনেকটা পিছিয়ে পড়েছি। আশা করছি, ২০২৩ সালের মধ্যেই আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথ নির্মাণসহ রেলের সকল নির্মাণ প্রকল্পের কাজ আমরা শেষ করতে পারবো। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় রেলপথের জি.এম মো. জাহাঙ্গীর আলম, ডি. আর. এম মো. সাদেকুর রহমান, ডি. টি. ও মো. খায়রুল কবির, ডি.সি.ও মো. সৈকত জামিল, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্পের প্রধান প্রকৌশলী সুভক্ত গিল, উপজেলা সহকারি কমিশানার (ভূমি) সাইফুল ইসলাম, রেলওয়ে স্টেশন সুপার মো. কামরুল হাসান প্রমুখ। এ সময় তিনি আরো বলেন, রেল একটি সরকারি প্রতিষ্ঠান। আমাদের সরকারি যে বিধি-বিধান আছে সে বিধি অনুযায়ী চলতে হয়। আমাদের স্বাস্থ্যের দিকটি আগে ভাবতে হবে। ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে একটা সিট ফাঁকা রেখে আরেকটা সিটে বসে যাত্রীরা যাচ্ছে। কেউ যদি নিয়ম না মানে তাহলে রেলের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে দায়িত্বরতদের স্পষ্ট নির্দেশনা দেয়া আছে। অন্য যে কোনো মাধ্যমের চেয়ে রেল অনেক ভালো নিয়ম-কানুন মেনে চলছে। আমি চলন্ত ট্রেনে বিভিন্ন বগিতে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ নেই। তারা আরামদায়কভাবে ট্রেনে ভ্রমণ করছে। প্রধানমন্ত্রী রেলকে একটি আরামদায়ক ও নিরাপদ মাধ্যম হিসাবে গড়ে তুলতে চান। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ করছি। সকাল সাড়ে ১০টায় রেল সচিব মহানগর ট্রেনযোগে আখাউড়ায় আসেন। এ সময় তিনি নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরে তিনি একই ট্রেনযোগে লাকসামের উদ্দেশ্যে যাত্রা করেন।