মো.নাজির হোসেন, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী গ্রামে হাওলাদার বাড়ির রাস্তার উপর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করায় ২২টি পরিবারের যাতায়াতের পথরুদ্ধ হয়ে পড়েছে। বুধবার (২৫ জানুয়ারী) সকালে ওই গ্রামের নজরুল ইসলাম ও তার ভাবী রুনা বেগম বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছে। সকাল ৯ টার দিকে সরেজমিনে ঘুরে গ্রামের কাঁচা রাস্তার মাঝ বরাবর প্রাচীর নির্মাণের লক্ষে পাকা খুঁটি বসাতে শ্রমিকদের কাজ করতে দেখা গেছে। অথচ প্রায় ৩৫ বছর ধরে সদরের মহাকালী ইউনিয়নের মহাকালী গ্রামের ২২ টি পরিবারের সদস্যরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছেন। ওই গ্রামের বাসিন্দা মো. মজিবুর রহমান জানান, ১৯৮৬ সালে গ্রামবাসীর যাতায়তের জন্য সহোদর দুই ভাই তাইজুল ইসলাম ও নজরুল ইসলামের বাড়ির সামনে দিয়ে ওই কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছিলো।
রাস্তা নির্মাণের জন্য তাইজুল ও নজরুলের যে পরিমান জায়গা লেগেছে, ওই পরিমান জায়গা পার্শ্ববর্তী জমি থেকে দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন পর আজ সকাল থেকে নজরুল ও তার ভাই তাইজুলের স্ত্রী রুনা বেগম নিজের বাড়ির সামনের ওই রাস্তায় প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। এ অবস্থায় ওই রাস্তায় সেখানকার পরিবার গুলোর সদস্যদের যাতায়াতের পথরুদ্ধ হয়ে পড়তে যাচ্ছে। এ প্রসঙ্গে মহাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. শহীদুল ইসলাম ঢালী বলেন, রাস্তার উপর প্রাচীর নির্মাণের খবর পেয়ে আমি স্থানীয় ইউপি সদস্যকে পাঠিয়েছি। কাজ বন্ধ করতে বলেছি। কিন্তু কথা শুনছে না। প্রাচীর নির্মাণ কাজ চালাচ্ছে।
মহাকালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. মাসুদ মিয়া বলেন, সরকারের কেয়ার প্রকল্পের আওতায় ১৯৮৬ সালে এ রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন করে মহাকালী ইউনিয়ন পরিষদ। সেই রাস্তার উপর প্রাচীর নির্মাণের লক্ষ্যে পাকা খুঁটি দেওয়া হচ্ছে। ইউপি চেয়ারম্যানের অনুমতি নিয়ে আমি ঘটনাস্থলে পৌছে কাজ বন্ধ করতে বলেছি। তারা কথা শুনছে না। প্রাচীর নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, এ গুলো আমাদের নিজেদের সম্পত্তি। আমরা নিজেদের সীমানার এক ফুট জায়গা ছেড়ে দিয়ে এই প্রাচীর দিচ্ছি।