২৪ ঘণ্টায় বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত  ৮৩ জন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান, বরগুনাঃ

হটস্পট বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও ৮৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯০ জনে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৬ জন।বুধবার (২ জুলাই) স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৭০ জন, আমতলী উপজেলায় ৩ জন,পাথরঘাটা উপজেলায় ৫ জন,তালতলী উপজেলায় ৩ জন ও বেতাগী উপজেলায ১ জন।

জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২২১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৯০ জন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬ জনের মধ্যে সদর উপজেলায় ২৩জন, পাথরঘাটা উপজেলায় ২ জন ও বেতাগী উপজেলায় ১ জন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন,বরগুনায় দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।

বর্তমানে বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি ধারণ করায়। এমন পরিস্থিতি মোকাবেলা জন্য  বিভিন্ন রাজনীতি,  সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন গুলো পরিষ্কার, পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে ।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement