অনলাইন ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩১৪ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত। যার ফলে স্বাগতিকদের থেকে ৮৭ রানের লিড পেল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ২২৭ রান করেছিলো বাংলাদেশ।
ভারতের পক্ষে ঋষভ পন্থ ৯৩, শ্রেয়াস আইয়ার ৮৭, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি ২৪ রান করে করেন। বল হাতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ৭৯ রানে ও তাইজুল ইসলাম ৭৪ রানে ৪টি করে উইকেট নেন।
৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ ওভার খেলে বিনা উইকেটে ৭ রান তুলে দিন শেষ করেছে টাইগাররা। ফলে সফরকারীদের থেকে ৮০ রান পিছিয়ে থেকেই শনিবার টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ। এদিন শেষ বিকেলে নাজমুল হোসাইন শান্ত ৫ রানে এবং জাকির হাসান ২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।