বগুড়া প্রতিনিধি:
হঠাৎ ডাকাতদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রায়ই হোচ্ছে রোড ডাকাতি, আবার বাড়িতে ঢুকেও ডাকাতি শুরু হয়েছে। যা গত ৪০ বছরের রেকর্ড ভেঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করেছে বগুড়া সোনাতলা উপজেলায়। ৩ ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক ৩টার দিকে সোনাতলা উপজেলা পরিষদের পাশে ষ্টেডিয়াম সংলগ্ন একটি বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় বাড়ি মালিকের ছেলে প্রতিবাদ করলে তার মাথায় শক্তকোন ধাতব পদার্থ দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এরপর তার ব্যবহৃত আইফোন ও কম্পিউটার নিয়ে নেয়। পরে পরিবারের অন্যান্য সদস্যদেরকেও এলাপাতারি মারধোর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে গহনা ও নগদ টাকা লুটে নেয়।
ডাকাতি ঘটনার ওই বাড়ির মালিকের নাম মোঃ খোকন তালুকদার। সোনাতলা বন্দরে তার স্যানিটারি ব্যাবসা রয়েছে। খোকনের পরিবার বলেন গতকাল রাতে বাড়িতে ফিরে তিনি অসুস্থ হয়ে পরে এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। ধারনা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে দোকানেই তাকে কোন পয়জন খাওয়ানো হয়েছে। খোকনের পুত্র মোঃ নুর আলম বলেন রাত আনুমানিক তিনটার দিকে বেশ কয়েকজন ব্যাক্তি মই বেয়ে তাদের বাসার ভেতর ঢুকে প্রথমেই গামছা দিয়ে আমার চোখ বেঁধে ফেলে এবং কম্বল দিয়ে ঢেকে আমার ব্যাবহৃত আইফোন ছিনিয়ে নেয়। পরে মা সহ অন্যান্যদেরকেও আঘাত করে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ অনেক কিছু লুট করে নিয়ে যায়। পরে যখন বুঝতে পারি ওরা চলে গেছে তখন আমি আহতাব¯’ায় থানায় গিয়ে জানালে পুলিশ আসে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন্নবী বলেন। এটা আসলে ডাকাতি নয়। মূলত চুরি করতে গিয়েছিল ৩ জন। পরে ওদের তৎতপরতা দেখে মারপিট করেছে। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। আমরা সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করেছি। এই কর্মকর্তা আরো বলেন বাড়ির মালিক খোকন তালুকদার এখন পর্যন্ত অচেতন অবস্থায় রয়েছে তিনি সুস্থ হলে আমাদের তদন্তে আরো সহযোগিতা হবে।
উল্লেখ্য গত কয়েকদিনে বগুড়ায় রোড ডাকাতি এবং বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন মোঃ আসাদুজ্জামান বলেন, কয়েকদিন থেকেই ঘণ কুয়াশার একটি সুযোগ নিয়েছে ডাকাতরা। সেইসাথে আমরা লক্ষ্য করছি বিভিন্ন বাড়িতেও ডাকাতি হচ্ছে। আসলে কেন এমন হচ্ছে বিষয়গুলো নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। দ্রুত সময়েই এটার একটা সমাধান হবে বলে আশা করছি। এই কর্মকর্তা আরো বলেন সোনাতলায় ডাকাতির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ।এই বিষয়গুলো নিয়ন্ত্রনে নিতে আমাদের পুলিশের টহল টিম বাড়ানো হচ্ছে।