নীলফামারী প্রতিনিধি:
আগামী জাতীয় নির্বাচনের আগে পাঁচ দফা দাবির বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৫ অক্টোবর) জেলা শহরের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ফেব্রæয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করতে হবে। পাশাপাশি নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, এবং ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করার দাবি জানান তারা।
এসময় বক্তারা আরও বলেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মোঃ ইয়াছিন আলী।
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ