খায়রুল আলম রফিক :
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ৬০ শতাংশ মাদক কারবারি ও মাদকসেবী দেশের কারাগারগুলোতে আছে । মাদকাসক্ত পুনর্বাসনে সরকার কাজ করছে । মঙ্গলবার (২৪ মে) বেসরকারি মাদকাসক্তি ও পূনর্বাসন কেন্দ্রগুলোর মান উন্নয়নের জন্য সরকারি আর্থিক বরাদ্দের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপরোক্ত কথা বলেন । মন্ত্রী নিহত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানের মেয়ে মাদকাসক্ত ঐশীর কথা এবং একটি মাদকাসক্ত পূণর্বাসন কেন্দ্রের একজন পুলিশ অফিসারের মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে বিশ্লেষণ করেন। মন্ত্রী বলেন, মাদকাসক্তদের মানসিক চিকিৎসা দিতে হবে । দেশের ৬০ শতাংশ মাদক কারবারি কারাগারে আছে ।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি । মাদকদ্রব্য অধিদপ্তর আয়োজিত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ১৫টি নিরাময় কেন্দ্রের প্রতিনিধির কাছে আর্থিক চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের মহাপরিচালক আব্দুস সবুর মন্ডল । বিশেষ অতিথি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মুকাব্বির হোসেন । স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান আরো বলেন, ভারতের সীমান্তবর্তী এলাকায় ফেনসিডিল কারাখানাগুলি ভারত সরকার বন্ধ করে দিয়েছে । ফেনসিডিল ব্যবসাও এখন বন্ধ । জিরো পর্যায়ে । সীমান্ত কিছু ফাঁকা রয়েছে । সেখান দিয়ে ইয়াবা আইস আসে ।
নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত আছে । ৩৬২টি অনুমোদিত নিরাময় কেন্দ্র আছে । মানসন্মত করতে হবে । ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের প্রশংসা করে মন্ত্রী বলেন, তিনি যে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র করেছেন তা অনেক উন্নত । রোগীরাও সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন । প্রতিষ্ঠানটি প্রশংসার দাবি রাখে । এটি পুলিশের জন্যও গর্বের ।