ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ইউনিসেফের আর্থিক সহায়তা প্রদান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার ( ৪ মে) সকালে ইউনিসেফ- বাংলাদেশ স্টাফ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়।

জানা যায়, জেলার ফেনী সদর উপজেলার ৪০টি, ছাগলনাইয়া উপজেলার ২৫টি, ফুলগাজী উপজেলার ২০টি এবং পরশুরাম উপজেলার ১৫টি সহ মোট ১০০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে সর্বমোট ২০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

এতে উপকারভোগী পরিবার নির্বাচন প্রক্রিয়ায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। যেসব পরিবারে সুবর্ণ (গোল্ডেন সিটিজেন) কার্ডধারী প্রতিবন্ধী শিশু রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, SAM (Severe Acute Malnutrition) বা মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশু রয়েছে,চরম দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবার যাদের বসতঘর বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে (যেমন বাঁশ, মাটি বা তারপল দিয়ে তৈরি ঘর), নারী প্রধান পরিবার পূর্বে যারা কোনো ধরনের সহায়তা পায়নি

এই সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউনিসেফের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই উদ্যোগ তারই একটি অংশ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement